কেন শুরু করবেন আমাদের সাথে ?
নিজ পদ্ধতিতে শিখানো
আপনার কোর্স পাবলিশ করুন আপনার ইচ্ছেমতো যেভাবে আপনি চাইছেন, এবং কন্টেন্টের কন্ট্রোল সম্পূর্ণ আপনার হাতে।
লার্নাদের উৎসাহিত করুন
আপনি যা জানেন তাই শেয়ার করুন এবং হেল্প করুন লার্নারদের যা তাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং তাদের স্কিলকে আরো এডভান্স করবে।
ক্যারিয়ার বুস্ট করুন
বিশদ করুন আপনার প্রফেশনাল নেটওয়ার্ক, এক্সপার্ট হোন এবং আয় করুন প্রতিটি ইনরোলমেন্ট এর জন্য।
আপনার কোন একটা স্কিল আছে?
তাহলে সেটা আমাদের দিতে পারেন। আপনার সেই স্কিল সেল করার দায়িত্ব আমাদের!
আপনার কাজ শুধুমাত্র একটি কারিকুলাম সেট করা এবং সেই অনুযায়ী ক্লাস ভিডিও রেকর্ড করা। আপনার প্যাশন এবং নলেজ যে বিষয়ের উপর রয়েছে সেই টপিক সেট করুন যা আমাদের মার্কেটপ্লেসে প্রমিজিং টপিক হিসেবে কাজ করবে।
আপনি কিভাবে শিখাচ্ছেন, কি বিষয় কভার করবেন তা সম্পূর্ণ আপনার হাতে।
স্মার্টফোন বা যে কোন ক্যামেরা হবে আপনার বেসিক টুলস ও সাথে যুক্ত করেন একটি মাইক্রোফোন এবং আপনি সম্পূর্ণ তৈরী।
যদি আপনি ক্যামেরা পছন্দ না করে থাকেন তাহলে শুধু স্ক্রিন ক্যাপচার করে নিন। পেইড কোর্সের ক্ষেত্রে আমরা সাধারণত ৩-৪ ঘন্টা সময় সাজেস্ট করে থাকি।
কীভাবে রেকর্ড করবেন?
১) কোর্স মডিউল তৈরি করুন।
২) ইন্ট্রো এবং আউট্রো ভিডিও রেকর্ড করুন।
৩) আমাদের সাথে শেয়ার করুন।
আপনার কাজ শেষ, বাকি কাজগুলো আমাদের।
যেমন- রেকর্ডিং এর বিষয়ে আপনাদের মেন্টরিং, মার্কেটিং এবং প্রমোশান, সেলস, কমিউনিটি ম্যানেজমেন্ট ইত্যাদি আমরাই দেখে নিবো।
আপনার রেকর্ড করা কোর্সটি চলে যাবে সরাসরি আমাদের ওয়েবসাইটে, ( www.wemakepro.com) এবং সেখান থেকেই হবে বেচা-কেনা। আর আজীবনের জন্য তৈরি হবে আপনার প্যাসিভ ইনকামের একটি পথ।
আগ্রহী...?
আজই জয়েন করুন ইন্সট্রাক্টর হিসেবে