ইন্ট্রোডিউস

এস এম বেলাল
প্রধান নির্বাহী কর্মকর্তা, টেক্সর্ট
কান্ট্রি ডিরেকটর, গিয়ারলঞ্চ
কো-ফাউন্ডার, উই মেক প্রো
এস এম বেলাল তার যাত্রা শুরু করেছিলেন ফ্রিল্যান্সার হিসেবে একজন ইন্টারনেট মার্কেটার হিসেবে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি টেক্সর্ট প্রতিষ্ঠার মাধ্যমে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কোম্পানির ডিজিটাল মার্কেটিং সেবা প্রদান করে আসছেন। “প্রিন্ট অন ডিমান্ড” এবং “ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক এডভার্টাইজিং” এ রয়েছে তার বিশেষ দক্ষতা এবং অভিজ্ঞতা। সহস্রাধিক প্রতিষ্ঠানের অনলাইনে ব্র্যান্ডিং এবং সেলস এর পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। দেশ এবং বিদেশের তিন হাজারের অধিক প্রশিক্ষণার্থীকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন।