২০২১ সালে সারা বিশ্বে ১ বিলিয়নের অধিক ফ্রিল্যান্সার অনলাইন মার্কেটপ্লেসে কাজ করছে, ২০১৯ সালে যার সংখ্যা ছিলো ৫৭ মিলিয়ন।
শুধু তাই নয়,সারা বিশ্বে মোট কর্মীর প্রায় ৩৫ শতাংশ গ্লোবাল মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে এবং করোনাকালীন এই সময়ে আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে এই চাহিদা বেড়েছে বহুগুনে!
বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের অনেক তরুন তরুণী ফ্রিল্যান্সার হিসেবে নিজের ক্যারিয়ার গঠনে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছে এবং নিজেদের আর্থিক সাবলম্বী করে তুলছে। যা আমাদের জনশক্তি রপ্তানিতে এক বিশাল বড় অবদান।
আর ফ্রিল্যান্সার হিসেবে নিজের ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজন সঠিক দিক নির্দেশনার। আর তাই “ উই মেইক প্রো” আয়োজন করছে এক বিশেষ ওয়েবিনার “ফ্রিল্যান্সিং এর সাত সতেরো”।
সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে আমরা আছি আপনার পাশে। যেখানে আমরা আলোচনা করবোঃ
- কেন ফ্রিল্যান্সিং কে আপনি আপনার ক্যারিয়ার হিসেবে বেছে নিবেন?
- ফ্রিল্যাসার হিসেবে কাজের সুবিধা-অসুবিধা?
- ফ্রিল্যান্সিং এর জন্য কোন মার্কেটপ্লেসকে বেছে নিবেন?
- ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কিভাবে কাজ খুজতে হয়?
- কোন বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অগ্রসর করা সম্ভব?
- ফ্রিল্যান্সিং করতে গিয়ে কোন কোন বিষয় মাথায় রাখা উচি?
- ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরুর পূর্বে একজন ফ্রিল্যান্সার মনোভাব এবং দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিৎ?
- যে ভুলগুলো আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য হুমকি স্বরুপ?
- বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কোন কাজের চাহিদা চাহিদা সবচেয়ে বেশি?
- ফ্রিল্যান্সিং শুরুর পূর্বে ক্লায়েন্টের সাথে কিভাবে যোগাযোগ বা সংযোগ স্থাপন করবেন?
- ক্লায়েন্টের সাথে কিভাবে সুসম্পর্ক স্থাপন এবং তা বজায় রাখবেন?
- ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে নিজের প্রোফাইল কিভাবে সাজাবেন?
- কিভাবে নিজের দক্ষতা কিভাবে অন্যের সামনে উপস্থাপন করবেন?
- ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কিভাবে স্ট্র্যাটেজিক প্ল্যানিং করবেন?
- মার্কেটপ্লেসে নিজেকে কিভাবে ব্র্যান্ডিং করবেন এবং সেখান থেকে সেল বা বিক্রি বাড়াবেন?
- ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সফল হওয়ার টিপস এবং ট্রিকস
এমন হাজারো প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হবো আপনার সামনে।একজন অভিজ্ঞ এবং সফল ফ্রিল্যান্সার নাহিদ হাসান এবং এস এম বেলাল উদ্দিন যিনি আপনাদের সাথে শেয়ার করবেন তার উত্থান-পতন এবং সফলতার গল্প।
ব্যবস্থাপনা পরিচালক এবং
প্রধান নির্বাহী কর্মকর্তা
বিজকোপ ডিজিটাল লিমিটেড
সাবেক প্রধান
বিজনেস ডেভেলপমেন্ট
পেওনিয়ার ইন্টারন্যাশনাল
এস ই ও পরামর্শক রকমারি ডট কম
- ফ্রিল্যান্সার হিসেবে নাহিদ হাসানের ক্যারিয়ার শুরু ২০০৯ সালে। প্রথমে কাজ শুরু করেছিলেন আমেরিকান ওডেস্ক মার্কেটপ্লেস। প্রথমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে শুরু করলেও ধীরে ধীরে ডিজিটাল মার্কেটিং এর অন্যান্য সেকটরে নিজের দক্ষতা এবং সেবার পরিধি বৃদ্ধি করতে থাকেন। ক্যারিয়ারের শুরুটা আমেরিকান ক্লায়েন্ট দিয়ে হলেও ধীরে ধীরে তা ইস্ট এশিয়া, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট নিয়ে কাজ করতে থাকেন। পরবর্তীতে ২০১৩ সাল থেকে “বিজকোপ” প্রতিষ্ঠার মাধ্যমে লোকাল এবং গ্লোবাল মার্কেটে ডিজিটাল মার্কেটিং সেবা দিয়ে আসছে ব্যাপক সুখ্যাতি এবং সম্মানের সাথে। ২০১৭ সাল থেকে রকমারি ডট কম-এ এস ই ও কনসালটেন্ট হিসেবে কাজ করে আসছেন দক্ষতার সাথে। এছাড়া দেশি বিদেশি স্বনামধন্য অনেক প্রতিষ্ঠানের সাথে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। তার মধ্যে বিক্রয় ডট কম, পেওনিয়ার ইঙ্ক, ফেয়ার গ্রুপ ইন্ডাস্ট্রি, এস এস স্টিল, জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হসপিটাল সহ আরও পাঁচ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান।
প্রধান নির্বাহী কর্মকর্তা, টেক্সর্ট
কান্ট্রি ডিরেকটর | গিয়ারলঞ্চ
কো-ফাউন্ডার |উই মেক প্রো
- এস এম বেলাল তার যাত্রা শুরু করেছিলেন ফ্রিল্যান্সার হিসেবে একজন ইন্টারনেট মার্কেটার হিসেবে । ডিজিটাল মার্কেটিং এজেন্সি টেক্সর্ট প্রতিষ্ঠার মাধ্যমে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কোম্পানির ডিজিটাল মার্কেটিং সেবা প্রদান করে আসছেন। “প্রিন্ট অন ডিমান্ড” এবং “ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক এডভার্টাইজিং” এ রয়েছে তার বিশেষ দক্ষতা এবং অভিজ্ঞতা। সহস্রাধিক প্রতিষ্ঠানের অনলাইনে ব্র্যান্ডিং এবং সেলস এর পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। দেশ এবং বিদেশের তিন হাজারের অধিক প্রশিক্ষণার্থীকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন।