
আমি আপনাকে সাহায্য করতে পারি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস থেকে বেশি অর্থ উপার্জন করতে
গত দশ বছরের ফ্রীল্যান্স, উদ্যোক্তা এবং রিক্রুটমেন্ট অভিজ্ঞতা থেকে আমি দেখেছি বেশির ভাগ মানুষ ফ্রীল্যান্স মার্কেটপ্লেসে স্ট্রাগল করে পর্যাপ্ত সেলস-মার্কেটিং এবং নেগোসিয়েশনের দক্ষতা না থাকার কারনে। এবং আমার ধারনা আপনিও এর বেতিক্রম নন। গিগ খুলে বসে আছি, কিন্তু সেল হচ্ছে না। আপোয়ার্কে জবে এপ্লাই করে যাচ্ছি ইন্টার্ভিউ আসছে না। ইন্টার্ভিউ আসলেও সে হায়ার করছে না। অনেক সময় এত কম টাকা অফার করছে যে, এই রেট এ কাজ করা সম্ভব না।
কিন্তু একই সময় এমন অনেকে আছেন, যারা অনেক বেশি রেট এ অনেক বেশি কাজ পাচ্ছেন। হয়ত তার মুল কাজের দক্ষতা আপনার চাইতেও কম। কিন্তু সে বেশি কাজ পাচ্ছে কারন সে জানে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। কিভাবে ইন্টার্ভিউ ফেস করতে হয়। কিভাবে সেলস ক্লোস করতে হয়।
তাই এই কোর্সে আমি আপনাদেরকে আপনাদের সেলস-মার্কেটিং এবং নেগোসিয়েশন স্কিল ডেভেলপ করতে সহায়তা করবো।