কিভাবে বুঝবেন কোন কাজটি শিখলে বেশি উপার্জন করা যাবে?

মানুষ মুলত অন্যকে দেখে অনুপ্রানিত হয়। আইডিয়া জেনারেট করে। মানুষ যখন দেখে কেউ একজন ভাল করছে তখন মানুষ তাকে দেখে বিশ্বাস করে যে এমনটা হয়ত আমিও করতে পারবো।

তুলনা মূলক ভাবে যারা নতুন, তারা কিছুটা বেশি ভুল সিদ্ধান্ত নেয় অথবা সিদ্ধান্তহীনতায় ভুগে। এটা খুবই সাধারন।

আমি যদি আমাদের ইন্ডাস্ট্রি দিয়ে একটু উদাহরন দেই, অনেকেই এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, কিন্তু তারা কনফিউজড থাকে, এবং এদিক সেদিক ছুটতে থাকে। একবার মনে হয় গ্রাফিক ডিজাইন শিখি, একবার মনে হয় ডিজিটাল মার্কেটিং। একবার মনে হয় এসইও শিখি, একবার মনে হয় ফেসবুক এড। একবার মনে হয় ড্রপ শিপিং করি, একবার মনে হয় এফিলিয়েট মার্কেটিং। এটা খুবই সাধারন।

এখন প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে বুঝবো কোন কাজটি শেখা উচিৎ। এর উত্তর হচ্ছে

১) যে কাজটি আপনার ভাল লাগে

২) যে কাজটির মার্কেটে ডিমান্ড আছে

যে কাজটি আপনার ভাল লাগে সেটিতো সহজেই বুঝে যাবেন, কিন্তু মার্কেট ডিমান্ড কোনটার আছে, এটা কিভাবে বুঝবেন?

এমন অনেক কাজ আছে যার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে রয়েছে ব্যাপক চাহিদা, তাও আপনাদের জানতে হবে।

নিচের ভিডিওটি দেখুন মনোযোগ দিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত। পুরো গাইডলাইন পেয়ে যাবেন।

আশা করছি ভিডিওটি দেখে আপনি এখন অনেকটাই বুঝতে পেরেছেন কিভাবে ডিমান্ডিং স্কীল খুজে বের করা যায় এবং সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করা যায়।

কোন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন।

আমার লিঙ্কডিন পেইজ ফলো করতে এখানে ক্লিক করুন এবং রেগুলার ইনফরমেটিভ ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে নিন আমদের ইউটিউব চ্যানেল।

Search

জনপ্রিয় কোর্সসমূহ

সাম্প্রতিক ব্লগসমূহ

× Whatsapp